কনিষ্ঠতম শিশুর উচ্চতা বিভ্রম
সন্তানদের মধ্যে সবচেয়ে ছোটজনকে প্রায়ই খাটো হিসেবে বিবেচনা করা হয়। এ ব্যাপারে মা-বাবাদের দায়ী করার সুযোগ নেই। কারণ তাঁরা ‘শিশু-বিভ্রমে’ পড়েই সবচেয়ে ছোট সন্তানটিকে তার প্রকৃত উচ্চতার চেয়েও খাটো বলে ভাবতে শুরু করেন। অস্ট্রেলিয়ার মেলবোর্নে অবস্থিত সুইনবার্ন বিশ্ববিদ্যালয়ের গবেষক জর্ডি কফম্যান ও তাঁর সহযোগীরা ৭৭ জন নারী-পুরুষকে তাঁদের সন্তানদের উচ্চতা সম্পর্কে জিজ্ঞেস করেন। এতে দেখা যায়, মায়েরা নিজেদের সবচেয়ে ছোট শিশুসন্তানের উচ্চতা গড়ে সাড়ে সাত সেন্টিমিটার কমিয়ে বলেছেন। তবে অন্য...
Posted Under : Health News
Viewed#: 46
আরও দেখুন.

